📛জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A to Z (এক পোস্টে সবকিছু)


▪️আবেদনের শুরু: ০৯ মে ২০২৩


▪️আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৩


▪️ভর্তি পরীক্ষা: ১৬ থেকে ২৪ জুন ২০২৩


▪️প্রবেশপত্র ডাউনলোড : ০৯ জুন থেকে শুরু


💠আবেদন ফি💠


▪️A, B, C ইউনিট=৯০০ টাকা

▪️C1,D,E ইউনিট =৬০০ টাকা


💠আবেদনের ন্যূনতম যোগ্যতা💠

👉২০২২-২০২৩ ‍শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ০৬ টি ইউনিটে অনুষ্ঠিত হবে । বিভিন্ন ইউনিটে আবেদন করতে হলে যেসব যোগ্যতা অবশ্যই থাকতে হবে তা নিম্নে উল্লেখ করা হলোঃ


📌১) ২০১৯ সালে বা তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২১ বা ২০২২ সালের উচ্চমাধমিক/মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।


📌২) মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ঐচ্ছিক বিষয়সহ (৪র্থ বিষয়) মোট জিপিএ গণনা করা হবে।


📌৩) প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।


💠ইউনিট ভিত্তিক যোগ্যতা💠

👉জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ০৬ টি ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহন করা হবে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের অবশ্যই আবেদনের পূর্বে ন্যূনতম আবেদন যোগ্যতা জেনে নিতে হবে ।


🔸A ইউনিট ( গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি -আইআইটি)- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। বিস্তারিত 


🔸B ইউনিট ( সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং আইন অনুষদের জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে । বিস্তারিত


🔸C ইউনিট (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ) – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।


🔸D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) –  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। বিস্তারিত


🔸E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ)- বিজনেস স্টাডিজ অনুষদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ এর জন্য ন্যূনতম জিডিএ ৪.০০ থাকতে হবে

💠ভর্তি পরীক্ষার মানবন্টন💠

👉সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট তবে OMR পূরণের জনা আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় ৩৩% মার্ক না পেলে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে ।


📚এইচএসসি ২০২২ সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।📢‼️


🔹A ইউনিট📚


▪️( গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি -আইআইটি)

গণিত -২২

পদার্থবিজ্ঞান – ২২

 রসায়ন – ২২

বাংলা – ৩

ইংরেজি – ৩

আইসিটি – ৮


🔹B ইউনিট📚


▪️(সমাজবিজ্ঞান অনুষদ ও ও আইন অনুষদ )


বাংলা – ২৫

 ইংরেজি – ২৫

 গণিত – ০৫

 সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, আইকিউ-

 বুদ্ধিমত্তা – ২৫


🔹C  ইউনিট📚


(কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)

বাংলা – ১৫

ইংরেজি – ১৫

অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় -৫০ নম্বর


🔹D  ইউনিট📚


(জীববিজ্ঞান অনুষদ)

বাংলা, ইংরেজি-৮ 

রসায়ন-২৪

উদ্ভিদ বিজ্ঞান -২২

প্রাণীবিজ্ঞান -২২

IQ-4


🔹E  ইউনিট📚


📌(বিজনেস স্টাডিজ অনুষদ এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ)


▪️ব্যবসায় শিক্ষা শাখা

বাংলা – ১৫

 ইংরেজি -৩০

 গণিত -১৫

 হিসাব বিজ্ঞান এবং বাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ২০


▪️বিজ্ঞান ও মানবিক শাখা

বাংলা – ১৫

ইংরেজি – ৩০

গণিত – ১৫

সাধারণ জ্ঞান- ২০


সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩%।


📌A ইউনিট –📢


👉গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫০%, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজিতে ভর্তির জন্য

পদার্থবিজ্ঞান, গণিত ও আইসিটিতে পথকভাবে ন্যনতম ৫০% নম্বর পেতে হবে।


📌B ইউনিট –📢


👉আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০%

নম্বর পেতে হবে।


📌C ইউনিট –📢


👉বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০% এবং ইংরেজি অংশে ন্যূনতম ৪০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৭০%, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী অংশে ন্যূনতম ৭০% নম্বর, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০%, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।


📌D ইউনিট –📢


👉ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়ােলজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন

ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।


📌E ইউনিট –📢


👉বিবিএ (আইবিএ-জেইউ)-তে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে পৃথকভাবে ন্যূনতম ৪০% নম্বরপেতে হবে।।


‼️প্রার্থী নির্বাচন পদ্ধতি‼️

  গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুন করে জিপিএ ফলাফল তৈরি করা হবে।

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে জিপিএ নম্বর যোগ করে মােট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যা সর্বাধিক ১০ (দশ) গুন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হবে ।


💠জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ২০২৩💠


🔸ইউনিট                ছেলে    মেয়ে  মোট আসন

▪️এ ইউনিট   〰️     ২৩৮      ২৩৭      ৪৭৫

▪️বি ইউনিট 〰️     ২০৫     ২০০  ৪০৫

▪️সি ইউনিট 〰️     ২৪৫     ২৪৫     ৪৯০

▪️ডি ইউনিট 〰️     ১৬৫     ১৬৫     ৩৩০

▪️ই ইউনিট    〰️     ১২৫     ১২৫     ২৫০

▪️মোট=         〰️     ৯৭৮     ৯৭২   ১৯৫০


Post a Comment

Previous Post Next Post